নিজস্ব সংবাদদাতা : হাওড়া পৌরনিগমের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা প্রত্যুষ সাউয়ের বাড়ি থেকে একটি আহত পেঁচাকে উদ্ধার করল বন দপ্তর।

সূত্রের খবর, হাওড়া কোর্টের কর্মী প্রত্যুষ মঙ্গলবার সকালে একটি পেঁচাকে তাঁর বাড়ির প্রাচীরে বসে থাকতে দেখেন। সন্ধ্যা নামার পরও একই জায়গায় পেঁচাটিকে বসে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়।

আমতার এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে খবর দেন বন দপ্তরে। বুধবার সকালে হাওড়ার মনসাতলার ওই বাড়ি থেকে বন দপ্তরের কর্মীরা পেঁচাটিকে উদ্ধার করেন। জানা গেছে, পেঁচাটির ডানায় সামান্য আঘাত রয়েছে।