নিজস্ব সংবাদদাতা : এক অজ্ঞাত পরিচয় যুবকের নিথর দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া থানার হীরাপুরের কাঁটাখালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হীরাপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটাখালি ফেরিঘাট সংলগ্ন গঙ্গার পাড়ে এক অজ্ঞাত পরিচিত যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অনুমান, নদোর ধারে দেহটি ভেসে আসে। স্থানীয়রাই পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত যুবকের নাম, পরিচয় জানা যায়নি।
উলুবেড়িয়ার গ্রামে উদ্ধার যুবকের নিথর দেহ! চাঞ্চল্য
Published on: