নিজের সংবাদদাতা : খুদে পড়ুয়াদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড। কোনোটায় লেখা ‘বাংলাকে নির্মল করে তুলবই’, আবার কোনোটায় লেখা ‘শৌচাগার ব্যবহার করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব’ এভাবেই বিভিন্ন বার্তা নিয়ে নির্মল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচিতে সামিল হলেন শ্যামপুর-২ ব্লকের শ্যামপুর উত্তর চক্রের বিভিন্ন প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, এসএসকে, এমএসকের পড়ুয়ারা। জানা গেছে, ২০১২ সাল থেকে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করা হত৷ তবে এবার তা একপক্ষকাল ধরে পালিত হবে। এই কর্মসূচির নতুন নামকরণ করা হয়েছে ‘নির্মল বিদ্যালয় পাক্ষিক’। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ২৯ শে সেপ্টেম্বর অব্ধি চলবে বলে জানা গেছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সচেতনতামূলক এই কর্মসূচিতে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা প্ল্যাকার্ড নিয়ে সচেতনতার প্রচারে নামেন। শ্যামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মধুরিমা দাস জানান, এই নির্মল বিদ্যালয় অভিযানে প্রতিদিন কী কী কর্মসূচি পালন করতে হবে তা ব্লক স্তরের কর্মশালা শিবিরে সকল বিদ্যালয়ের প্রতিনিধিদের সবিস্তারে বোঝানো হয়েছে। কোভিডের জন্য গত দুই বছর এই কর্মসূচি বন্ধ ছিল। এবছর প্রতিটি বিদ্যালয় থেকেই ভালো অংশগ্রহণ চোখে পড়ছে বলে তিনি জানান। আগামী এক পক্ষকাল জুড়ে প্রতিদিন এমনই সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেছেন।