নিজস্ব সংবাদদাতা : এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাগনান থানার রবিভাগ গ্রামের ডিহিপাড়া এলাকায়। জানা গেছে, মৃতের নাম বিশ্বনাথ দোলুই(৪২)। প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যা। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগনান থানার রবিভাগ গ্রামের ডিহিপাড়া এলাকার বাসিন্দা বিশ্বনাথ দোলুই একটি ঢালাই কারখানায় কাজ করতেন। সোমবার ভোর পাঁচটা নাগাদ সাইকেল নিয়ে তিনি কাজে বেরোন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সকাল ছ’টা নাগাদ বিশ্বনাথ বাবুর বাড়ি থেকে মিনিট পাঁচেক দূরে একটি খালের ধারে নির্জন এলাকায় একটি গাছে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান খেঁজুর রস সংগ্রহ করতে আসা এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই পারিবারিক ঝামেলায় ভুগছিলেন বিশ্বনাথ দোলুই। সেই সমস্যা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।