পুজোর বাজেটে কাটছাঁট, অসহায় মানুষের পাশে এগিয়ে এলো বাগনানের হারোপ জাতীয় পাঠাগার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে পুজোর বাজেট কাটছাঁট করে সমাজের অসহায় মানুষের পাশে এগিয়ে এলো বাগনান-১ ব্লকের হারোপ জাতীয় পাঠাগার কর্তৃপক্ষ। জাতীয় পাঠাগারের তরফে প্রতিবছরই কমবেশি চোখধাঁধানো থিম করা হয়।

কখনো শিল্পীর তুলিতে মন্ডপে জুড়ে থাকে সত্যজিৎ রায়ের জীবনগাথা আবার কখনো বা ভিন্ন আদলে তৈরি হয় মন্ডপ। তবে এবার আর কোনো থিম নয়, ‘সুরক্ষিত আগামী, স্নেহের পরশে আগমনী’ এই ভাবনাকে সামনে রেখেই পুজোর আয়োজন করেছে হারোপ জাতীয় পাঠাগার কর্তৃপক্ষ।

সংগঠন সূত্রে জানা গেছে, ষষ্ঠীর দিন পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তপন ঘোষ ও সুপ্রসূন সামন্ত। উদ্বোধনী অনুষ্ঠানেই এলাকার ১২০ জন শিশু, কিশোর-কিশোরীর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বলে জানা গেছে।