রাজ্যের মধ্যে হাওড়ার করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক, জানালেন মুখ্যসচিব

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শুক্রবারই সাংবাদিক বৈঠকে হাওড়াকে ‘রেড জোন’ হিসাবে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পুলিশ ও প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপর শনিবারই সবিস্তারে পরিসংখ্যান দিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন রাজ্যে সব থেকে বেশি করোনা আক্রান্ত হাওড়ায়। রাজীব সিনহা জানিয়েছেন, “এখনও পর্যন্ত হাওড়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ জন। মোট ৫৮০ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে।” উল্লেখ্য, গতকাল বিকালে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই হাওড়া জেলায় শুরু হয়েছে চূড়ান্ত প্রশাসনিক ও পুলিশি তৎপরতা। সদর হাওড়ার পাশাপাশি গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকাতেও চলছে ব্যাপক ধরপাকড় ও পুলিশি অভিযান। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করে মানুষকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হচ্ছে।