বাগনানে গাছে পেরেক এঁটে লাগানো হল হোর্ডিং, খুলিয়ে দিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গাছের গায়ে পেরেক এঁটে তাতে লাগানো রয়েছে নানা সংস্থার বিজ্ঞাপন। এমনকি ভোটের প্রচারে গাছের গায়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে পেরেক এঁটে লাগানো হয় দলীয় ঝান্ডা, হোর্ডিং। শহরের পাশাপাশি গ্রামেও হামেশাই এ ছবি দেখা যায়। পরিবেশ কর্মীরা মাঝেমধ্যেই সরব হন এর বিরুদ্ধে। কিন্তু সচেতনতার অভাব রয়েই গিয়েছে। ছবিটা একই থেকে গেছে। সম্প্রতি বাগনানের এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করে জানান, বাগনান এনডি ব্লকের একটি অশ্বত্থ গাছজুড়ে পেরেক লাগিয়ে ৮-১০ টি বিজ্ঞাপনী সংস্থার এড লাগানো হয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এরপরই সে-ই পোস্ট দেখে এড খুলতে এগিয়ে আসেন বিশিষ্ট পরিবেশকর্মী তথা বাগনান-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ। মঙ্গলবার দুপুরে এলাকার ছাত্র-যুবদের নিয়ে গিয়ে অশ্বত্থ গাছে লাগানো পেরেক ও হোর্ডিংগুলো খুলে দেন চন্দ্রনাথ বাবু। ছাত্র-যুবদের পাশাপাশি এই কাজে হাত লাগান স্থানীয় মহিলারাও। চন্দ্রনাথ বসুর কথায়, আমাদের এবিষয়ে সচেতন হতে হবে। গাছেরও তো প্রাণ আছে। এভাবে গাছে পেরেক মারা দেখলেই তা খুলিয়ে দেব। চন্দ্রনাথ বাবুর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার পরিবেশবিদরা।