আম্ফানের দাপটে তছনছ শরৎচন্দ্রের পানিত্রাসের বাড়ির বাগান, ভাঙল পাঁচিল, একাধিক গাছ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : এই বাড়িতেই বাংলার অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের বেশ কয়েকটা বছর কেটেছে। রূপনারায়ণ তীরবর্তী বাগানবাড়ি জুড়ে শরৎ বাবুর কতশত স্মৃতি আজও অক্ষত।

সেই স্মৃতিকে চাক্ষুষ করতেই বছরের বিভিন্ন সময়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন গ্রামীণ হাওড়ার বাগনান থানার সামতাবেড়িয়া গ্রামে।

আম্ফানের তান্ডব থেকে রেহাই মিলল না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বসত বাড়ির। ঘূর্ণিঝড়ের জেরে শরৎ বাবুর বাড়ি সংলগ্ন বাগানে বেশ কয়েকটি বড়ো পুরোনো গাছ পড়ে যাওয়ার খবর মিলেছে।

গাছ পড়ে কথাশিল্পীর বহু সাক্ষ্যবহনকারী বাড়ির পাঁচিলের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।