উলুবেড়িয়ায় মুমূর্ষু পাখীর প্রাণ বাঁচালেন সাংবাদিক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শীত-গ্রীষ্ম-বর্ষা সাংবাদিকরা বছরভর সংবাদ তুলে ধরার তাগিদে এপ্রান্ত থেকে ওপ্রান্তে হাতে বুম নিয়ে, ক্যামেরা নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে ছুটে চলেন। ব্যস্ত কর্মজীবনের মাঝেও তাঁরা রেখে যান মানবিকতার ছাপ। সেরকম ভাবেই মরণাপন্ন পাখির প্রাণ বাঁচালেন সাংবাদিক স্বর্ণেন্দু মন্ডল। হাওড়া জেলার সংবাদজগতের অন্যতম পরিচিত নাম সাংবাদিক স্বর্ণেন্দু মন্ডল। অন্যান্য দিনের মতোই খবরের কাজে বাড়ি থেকে বেরতে যাবেন, হঠাৎই কানে ভেসে এলো একদল কুকুরের চিল চিৎকার। উলুবেড়িয়া স্টেডিয়াম পাড়ায় দিনেদুপুরে কোথায় আবার কী ঘটে! সাংবাদিক তার জিজ্ঞাসু মন নিয়ে যখন দরজার বাইরে উঁকি দিলেন তখনই দেখতে পেলেন একদল কুকুরের হাতে আক্রান্ত হয়ে চলেছে একটি কোকিল। আর কোনো কথা না ভেবে সাথে সাথে মরণাপন্ন কোকিলটিকে বাঁচানোর তাগিদে ঝাঁপিয়ে পড়লেন সাংবাদিক স্বর্ণেন্দু মন্ডল। কোনোরকমে কোকিলটিকে কুকুরের দলের আগ্রাসী লক্ষ্য থেকে উদ্ধার করলেন। কিন্তু ততক্ষণে যে অনেকটাই ক্ষত হয়ে গিয়েছে স্ত্রী কোকিলটিকে। প্রয়োজন যথাযথ চিকিৎসার। দেরি না করে সরাসরি যোগাযোগ করলেন পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিকের সঙ্গে। ফোন পেয়ে সঙ্গে সঙ্গে পাখিটিকে সুশ্রুষার লক্ষ্যে বাগনান থেকে উলুবেড়িয়া ছুটলেন চিত্রক। চিত্রক জানান, স্বর্ণেন্দুর দা’র ফোন পেয়েই ছুটে যাই। পাখিটির গলায় কিছুটা ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তার নিজের পরিবেশে ছেড়ে দেওয়া হবে। সাংবাদিকের এহেন মানবিক উদ্যোগে স্বভাবতই খুশি পরিবেশপ্রেমীরা।