কোভিড ভ্যাকসিন পরীক্ষার জন্য নিজের দেহ দান করলেন RSS প্রভাবিত ছাত্র সংগঠনের নেতা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনার বিরুদ্ধে লড়ছে সারা বিশ্ব। লড়ছে সমাজ। সেই লড়াইয়ে সামিল হতে করোনা গবেষণার উদ্দেশ্যে নিজের দেহকে ব্যবহারের অনুরোধ জানিয়ে ‘আইসিএমআর’-এর সদর দপ্তরে চিঠি দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) প্রভাবিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাওড়া জেলার সহ সংযোজক অলোক বেরা নামের এক যুবক।

আলোকের বাড়ি উলুবেড়িয়ার জোয়াড়গড়ী অঞ্চলে। জানা গেছে, বছর ২২ এর এই যুবক গতকালই ই-মেল মারফত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের দিল্লীর সদর দপ্তরে তার ইচ্ছে প্রকাশ করে চিঠি পাঠিয়েছে।

অলোক বেরা জানান, “জাতীয়তাবাদে বিশ্বাস করি। ছোট থেকে দেশমাতাকে ভালোবাসি। তাই দেশের ও দেশবাসীর স্বার্থে যদি নিজের প্রাণ দিতে হয় তাতে বিন্দুমাত্র কুন্ঠা বোধ করিনা।” আলোকের এই সিদ্ধান্তে এলাকার লোকজন থেকে শুরু করে সংগঠনের কার্যকর্তারা সকলেই প্রশংসায় পঞ্চমুখ।