নিজস্ব সংবাদদাতা : ভোট ঘোষণার সাথে সাথেই কোমড় বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল-বিজেপি। কোনো অংশে পিছিয়ে নেই বাম-কংগ্রেস। পেট্রোল, ডিজেল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বেকার যুবকদের চাকরির দাবিতে শনিবার বিকালে গ্রামীণ হাওড়ার আমতা বিধানসভার জয়পুরে মিছিল করল সংযুক্ত ফ্রন্ট।
বাম, কংগ্রেসের পাশাপাশি মিছিলে আব্বাস সিদ্দিকীর আইএসএফের কর্মী-সমর্থকরাও যোগ দেন। মিছিলটি জয়পুর মোড় থেকে শুরু হয়ে অমরাগড়ীতে গিয়ে শেষ হয়।
সংযুক্ত ফ্রন্টের এই মিছিলের নেতৃত্ব দেন আমতার বিদায়ী বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি অসিত মিত্র। শ’পাঁচেক বাম-কংগ্রেস-আইএসএফ কর্মী তাঁদের দলের নিজস্ব পতাকা নিয়ে শনিবারের এই মিছিলে সামিল হন।