নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের জেরে নীড় হারিয়েছে বহু খেচর। তাদের ঠাঁই দিতে এবার গাছে গাছে কৃত্রিম বাসা বাঁধল আমতার পরিবেশপ্রেমী সংগঠন প্রয়াস।
জানা গেছে, সংগঠনটির পক্ষ থেকে আমতা-২ ব্লকের কামারগোড়িয়া থেকে পূর্ব খালনা বাঁধের মাঠ এলাকায় মনোরম প্রাকৃতিক পরিবেশে অসংখ্য গাছে মাটির হাড়ি বেঁধে কৃত্রিম বাসস্থান তৈরি করে দেন প্রয়াসের সদস্যরা।
উদ্যোক্তারা জানান, এবার সেভাবে ঝড় না হলেও ঝোড়ো হাওয়াতে ওই এলাকার বহু পাখির বাসা ক্ষতিগ্রস্ত। প্রায় ৫০ টি গাছে এই কৃত্রিম পাখির বাসা বেঁধেছেন প্রয়াসের সদস্যরা।