নিজস্ব প্রতিবেদক : বছর চারেকের ছোট্ট গুড্ডু পাতায় আঁকা আমের মধ্যে রঙ ভরতে ব্যস্ত৷ আবার রিয়া, নামশিলারা অক্ষর চিনতে ব্যস্ত। বসন্তের বিকালে এভাবেই বিভিন্ন মজার খেলার মধ্য দিয়ে বসন্তের আনন্দকে নামশিলা, কুশনু, মাধবীর মতো ইটভাটার প্রান্তিক শিশুদের সাথে ভাগ করে নিল গ্রামীণ হাওড়ার আমতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’-এর সদস্যরা।
রবিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনটির তরফে গ্রামীণ হাওড়ার বাগনান-২ ব্লকের বেনাপুর এলাকার একটি ইটভাটায় ‘অন্য বসন্ত’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইটভাটার শিশুদের সাথে বিভিন্ন মজার খেলায় মেতে ওঠেন সংগঠনটির সদস্য-সদস্যারা। ছিল অক্ষর চেনা, ছবিতে রঙ ভরা, শব্দ তৈরির মতো বিভিন্ন মজাদার খেলা।
শিশুদের পাশাপাশি ইটভাটায় কর্মরত মহিলা ও পুরুষদের জন্যও ফুটবল কিক, মিউজিক্যাল বল, মোমবাতি জ্বালানোর মতো বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। খেলার শেষে শিশু ও মহিলাদের হাতে বিশেষ উপহার ও মিষ্টি তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা।
সংগঠনটির সম্পাদক তাপস পাল জানান, “প্রতিবছরই আমরা বসন্তের এই আনন্দকে সমাজের প্রান্তিক শিশুদের সাথে ভাগ করে নিই। কোনোবার অনাথ আশ্রম, আবার কখনো বা ইটভাটায় অন্য বসন্তের আয়োজন করা হয়। এবার এখানে মোট ৮ টি ইভেন্ট রাখা হয়েছিল। ৬০ জন শিশু সহ মোট প্রায় ৯০ জন মানুষ এদিনের এই অনুষ্ঠানে অংশ নেন।”
অনুষ্ঠানের শেষে ইটভাটার শিশুদের সাথে পরিবেশবান্ধব আবীর খেলায় মেতে ওঠেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা।