নিজস্ব সংবাদদাতা : বিরোধীদের লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে না যাওয়ার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। এদিন বাগনানে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সভা থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন পূর্তমন্ত্রী পুলক রায়। এদিন তিনি বলেন, পঞ্চায়েত ভোটে বিরোধীদের সঙ্গে লড়াইয়ের ময়দানে দেখা হবে। তারা যেন বুথে বুথে মানুষের মধ্যে থেকে প্রার্থী দেন। মানুষ বিরোধীদের প্রশ্ন করবেন কেন আবাস যোজনার টাকা পাচ্ছেন না। কেন ১০০ দিনের প্রকল্পের কাজের টাকা পাচ্ছেন না। তারা প্রস্তুত লড়াইয়ে। একই ভাষায় তীব্র কটাক্ষ করেন হাওড়া গ্রামীনের তৃণমূল কংগ্রেস সভাপতি এবং বাগনানের বিধায়ক অরুনাভ সেন। তিনি বলেন, তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের বলেছি জাল দিয়ে ঘিরে রাখতে। যাতে বিরোধীরা পালিয়ে যেতে না পারেন। তারা যেন পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে প্রার্থী দেন। প্রার্থী না পেয়ে তারা যেন রাজ্যপাল অথবা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ না করেন যে, তৃণমূলের জন্য প্রার্থী দিতে পারে নি। তিনি আরও বলেন, সর্বভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে যাত্রা করছেন। আর এখানে কংগ্রেস, সিপিএম আর বিজেপি একসঙ্গে জোট করেছে।
বাগনানের সভা থেকে তীব্র কটাক্ষ! পঞ্চায়েত ভোটে বিরোধীদের লড়াইয়ের ময়দান না ছাড়ার আহ্বান জানালেন মন্ত্রী
Published on: