নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে ক্লাবঘরে ঢুকে হামলা ও আগুন লাগানোর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর থানার ঠাকুরানিচক গ্রামে।
সূত্রের খবর, বুধবার রাতে উদয়ানারণপুর ব্লকের ঠাকুরানিচক গ্রামের একটি ক্লাবে হামলা চালায় দুষ্কৃতিরা। অভিযোগ, ক্লাবঘরে ঢুকে ভিতরে থাকা কুলার, পাখা, কম্পিউটার, আসবাবপত্র লুঠ করার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় ক্লাবে।
ক্লাব সদস্যরা এই ঘটনায় সরাসরি আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের দিকে। তাঁদের অভিযোগ, ক্লাবের সমস্ত সদস্য বিজেপি করায় এই হামলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উদয়নারায়ণপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।