করোনা সচেতনতায় পথে নামলেন উদয়নারায়ণপুরের বিধায়ক, করলেন মাইকিং

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে বাড়ছে কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে একাধিক বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। সংক্রমণ রুখতে কোভিড সচেতনতার বার্তা নিয়ে এবার পথে নামলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা। শুক্রবার উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকায় হুডখোলা গাড়িতে ঘুরে তিনি নিজে মাইকিং করলেন। মাইকিংয়ের মাধ্যমে তিনি সকলকে মাস্ক পরার যেমন অনুরোধ জানান, তেমনই কোভিড সম্পর্কিত সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এদিন বিধায়কের সঙ্গে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিডিও প্রবীর কুমার শীট, উদয়নারায়ণপুর থানার ওসি কৌশিক পাঁজা, পেঁড়ো থানার ওসি পিয়ালী ঘোষ সহ অন্যান্য। উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, এই মুহুর্তে ব্লকে কোভিড আক্রান্তের সংখ্যা ২৮। এর মধ্যে ২৬ জন হোম আইসোলেশনে এবং বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই প্রেক্ষাপটেই সচেতনতার বার্তা দিতে মাইক হাতে পথে নামলেন স্বয়ং বিধায়ক।