প্রত্যন্ত গ্রামের লড়াকু পড়ুয়াদের সম্মান জানাল শ্যামপুরের নবউদয় সংগঠন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার শ্যামপুর-২ ব্লকের প্রত্যন্ত গ্রাম বানিয়া। একদিকে আর্থিক প্রতিকূলতা অন্যদিকে শিক্ষার প্রতিকূল পরিবেশ। সেরকমই প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে ক্রমে শিক্ষার উজ্জ্বল আলোকে আলোকিত হয়ে উঠছে বানিয়া ও তার পাশ্ববর্তী গ্রামের পড়ুয়ারা।

তাদেরকে অনুপ্রাণিত করতে নিজেদের বাৎসরিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় এলাকা মেধাবী কৃতিদের সংবর্ধনা জ্ঞাপন করল নবউদয় সংগঠন। রবিবার বিকালে সংগঠনের তরফে এলাকার ২২ জন মেধাবী পড়ুয়াকে ফুল, বই, খাতা, পেন, অভিধান ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়।

এর পাশাপাশি, এলাকার বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে সম্মান জানানো হয়। অন্যতম উদ্যোক্তা নরেশ দোলুই বলেন, “রূপনারায়ণ তীরবর্তী প্রত্যন্ত গ্রাম বানিয়া। আমাদের গ্রামের পড়ুয়াদের পড়াশোনায় অনুপ্রাণিত করতে আমরা বেশ কয়েকবছর ধরে এই উদ্যোগ গ্রহণ করছি।”