নিজস্ব সংবাদদাতা : রাজ্য মন্ত্রীসভার রদবদলে শিল্পের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী শশী পাঁজা। নতুন দায়িত্ব পেয়েই শুক্রবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার পরিদর্শন করলেন রাজ্যের নয়া শিল্পমন্ত্রী শশী পাঁজা। এদিন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার ঘুরে দেখার পাশাপাশি বিভাগীয় আধিকারিক শিল্পপতিদের সাথে বৈঠক করেন মন্ত্রী শশী পাঁজা। শুক্রবার দুপুরে উলুবেড়িয়ায় এসে মন্ত্রী শশী পাঁজা বলেন, যারা এখানে জায়গা নিয়েও ব্যবসা করেননি, তেমন কটা ইউনিট রয়েছে, সে বিষয়ে খবর নিয়েছি। অনেক গুলোর ক্ষেত্রে মামলার কারণে আটকে রয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
তার বাইরে যাদের কোনো সমস্যা না থাকা সত্ত্বেও ইন্ড্রাষ্টি করেননি, সেগুলো নিলাম করে দেওয়া হবে। ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে নিকাশির কিছু সমস্যা রয়েছে। এবিষয়ে দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন নয়া শিল্পমন্ত্রী। পাশাপাশি, এই ইন্ড্রাসট্রিয়াল গ্রোথ সেন্টারের জন্য একটি ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকার সব সময় ইন্ড্রাস্ট্রি ফ্রেন্ডলী বার্তা দিয়ে এসেছে। জাতীয় সড়কের পাশে ইন্ড্রাসট্রিয়াল করিডর গড়ে উঠতে পারে। আমরাও চাইছি এখানে শিল্পপতিরা আসুক, আরো শিল্প আসুক।