উলুবেড়িয়া পৌর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৩, নাইট কার্ফুতে জোর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো উলুবেড়িয়া সদরেও প্রতিনিয়ত বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। পুরসভা সূত্রে জানা গেছে, উলুবেড়িয়া পৌরসভা এলাকার মোট ৩৩ জন এইমুহুর্তে কোভিড আক্রান্ত। বুধবার কোভিড নিয়ে উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে‌ একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠক শেষে উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস জানান, এই মুহূর্তে উলুবেড়িয়া পুরসভা এলাকায় মোট ৩৩ জন করোনা আক্রান্ত রয়েছেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এর মধ্যে ২৪ জনকে ট্রেস করা হয়েছে। ৫ জনকে আমরা খুঁজছি ও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, তৃতীয় ঢেউ শুরু হলেও আমরা এখনো ভালো অবস্থায় রয়েছি।আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ৮ ও ১৫ জানুয়ারি আমরা গরুহাটার হাট বন্ধ রাখবো এবং নাইট কার্ফু আরো দৃঢ় করা হবে।