বাড়ছে আক্রান্তের সংখ্যা, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাওড়ায় নামল জয়েন্ট অ্যাকশন টিম

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গত ১৭ ই এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়াকে ১৫ দিনের মধ্যে অরেঞ্জ জোনে আনার নির্দেশ দিয়েছিলেন। এই ঘোষণার পর ১৫ দিন কেটে গেলেও হাওড়ার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। উপরন্তু, হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই হাওড়া পুরসভার কমিশনারকে সরিয়ে ধবল জৈনকে আনা হয়েছে।

দায়িত্ব পাওয়ার এক সপ্তাহের মধ্যেই জয়েন্ট অ্যাকশন টিম তৈরি করলেন নতুন পুর কমিশনার ধবল জৈন। সূত্রের খবর, হাওড়ায় করোনার সংক্রমণ রুখতে ইতিমধ্যেই মাঠে নেমেছে এই টিম। ইতিমধ্যেই গোলাবাড়ি থানা এলাকায় থার্মাল স্ক্রিনিং, লালারস সংগ্রহ, স্যানিটাইজেশন করার কাজ শুরু করেছে জয়েন্ট অ্যাকশন টিমের সদস্যরা। অন্যান্য কন্টেনমেন্ট জোনেও এই টিম কাজ চালাবে বলে জানা গেছে।