ভুল ইঞ্জেকশন দিয়ে মারার হুমকি! উলুবেড়িয়া হাসপাতালের নার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রোগীর পরিবারের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা: বেশি বিরক্ত করলে রোগীকে ভুল ইঞ্জেকশন দিয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক নার্সের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, উলুবেড়িয়ার রাজাপুর থানার বাসিন্দা বছর পনেরোর শেখ সাবিনা খাতুন অ্যাসিড খাওয়ায় তাকে গুরুতর অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করা হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসা চলাকালীন হঠাৎই অক্সিজেন শেষ হয়ে যায়। এমতাবস্থায় রোগীর অবস্থার অবনতি হওয়ায় রোগীর পরিবারের সদস্যরা নার্স এবং চিকিৎসকদের ডাকতে যান। পাশাপাশি অক্সিজেন দেওয়ার কথা বলেন। তাদের আরও অভিযোগ, বারবার বলা সত্ত্বেও নার্স কোনো কর্ণপাত করেননি। এই অবস্থায় পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি করলে নার্স ভুলভাল ইনজেকশন দিয়ে রোগীকে মেরে দেওয়ার হুমকি দেয় বলে রোগীর পরিবারের অভিযোগ।

এরপরই কার্যত হাসপাতাল চত্বরে রোগীর পরিবার ও নার্সদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তরিত করেন। যদিও এবিষয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার সুদীপ রঞ্জন কাড়ার জানান, এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। রোগীর পরিবারের তরফে অভিযোগ পেলে আমরা ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেব।