বাউরিয়ায় নদীবাঁধে ভাঙন, আশঙ্কায় দিন গুনছেন এলাকার মানুষ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : নদীবাঁধে ভাঙনের জেরে রাতের ঘুম উড়েছে গ্রামীণ হাওড়ার বাউরিয়ার রায়পাড়া, শিমুলতলা, দীপুপাড়ার বাসিন্দাদের। হুগলি নদীর তীরে বাউরিয়া থানা। থানার অদূরেই উলুবেড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের দীপুপাড়ার কাছে প্রায় দেড়শো মিটার এলাকাজুড়ে ধস নেমেছে।

আর তারই জেরে বড়সড় বিপদের আশঙ্কায় প্রহর গুনছে নদীর ধারে বসবাসকারী ৫০-৫৫ টি পরিবার। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই দীপুপাড়ার কাছে নদীবাঁধের অবস্থা খারাপ। আম্ফানের পর নদী বাঁধের প্রায় ১০০ মিটার অংশ জুড়ে ধস নামে। গত মাসে কোটালের জেরে নদীর বাঁধে ফাটল আরও চওড়া হয়।

নদীর ধারে সৌন্দর্যায়নের লক্ষ্যে বানানো হয়েছিল কংক্রিটের চাতাল। তার বেশিরভাগই এখন নদীতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কংক্রিটের রাস্তার বেশ কিছুটা অংশ। জানা গেছে, ভাঙন রোধে সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলা হলেও জলের তোড়ে সেই বস্তাও নদীগর্ভে চলে গেছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যেভাবে নদীবাঁধে ভাঙন শুরু হয়েছে তাতে দ্রুত পদক্ষেপ না নিলে বড়সড় বিপদ ঘটতে পারে। আর সেই বিপদের আশঙ্কাতেই রাতে পালা করে বাঁধের উপর নজর রাখেন স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধে আপাতত বালির বস্তা ফেলা হলেও পুজোর পরই স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে।