ব্যক্তিগত উদ্যোগে গ্রামবাসীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণের পর এর নিজস্ব প্রচেষ্টায় গড়ভবানীপুর সোনাতলা অঞ্চলের গ্রামবাসীদের প্রতিটি বাড়িতে গিয়ে থার্মাল গান এর মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা শুরু করলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা ।

পাশাপাশি সকলকে অনুরোধ করেন বাড়িতে থাকবেন, সাবধানে থাকবেন। এলাকার সুলেখা দি কে থার্মাল গান হাতে দেখে হতবাক এলাকাবাসী। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন স্বাস্থ্যকর্মীরা এই কঠিন পরিস্থিতিতে যেভাবে প্রতিটি নাগরিক কে পরিষেবা দিচ্ছেন পরিবার, পরিজনদের ছেড়ে, কোনও প্রশংসাই তাদের জন্য যথেষ্ট নয়।

আমরা জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে মানুষ যখন অসুবিধার সম্মুখীন, তখন তাদের পাশে থাকাটা আমাদের নৈতিক কর্তব্য । স্বাস্থ্যকর্মীদের অভাব সাধারণ মানুষ যাতে বুঝতে না পারেন, সেজন্যই করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর মানবিক প্রয়াস কে সফল করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।