রাত পোহালেই উলুবেড়িয়ায় আসছেন প্রধানমন্ত্রী, সভার প্রস্তুতি তুঙ্গে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আর কয়েকটা ঘন্টার অপেক্ষা। তারপরই উলুবেড়িয়ার মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকালে ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের মধুবাটি গ্রামে জনসভা করবেন নরেন্দ্র মোদী। আর তারই শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। অস্থায়ী হেলিপ্যাড তৈরির পাশাপাশি মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ।

জানা গেছে, মঞ্চের অদূরে মোট তিনটি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। বিশেষ হেলিকপ্টার থেকে হেলিপ্যাডে নেমে গাড়িতে করে মঞ্চে পৌঁছাবেন দেশের প্রধানমন্ত্রী। বুধবার সভাস্থলে হেলিকপ্টারের ট্রায়াল রান অনুষ্ঠিত হয়।

পাশাপাশি, সভাস্থলের বিভিন্ন দায়িত্বে বিজেপির যে সমস্ত নেতৃত্ব থাকবেন তাদের এদিন করোনা পরীক্ষা করা হয়। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে নিরাপত্তার চাদরে কার্যত মুড়ে ফেলা হচ্ছে সভাস্থল ও তার আশপাশের এলাকা। ইতিমধ্যেই এসে পৌঁছেছে এসপিজির বিশেষ দল।

জানা গেছে, সভায় প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্র ও রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব এবং হাওড়া জেলার ১৬ টি বিধানসভার বিজেপি প্রার্থীরা সভামঞ্চে উপস্থিত থাকবেন।