ধূসর ধরণীতে প্রাণের স্পন্দন, উলুবেড়িয়ায় পুজো কমিটির অভিনব ভাবনা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : একবিংশ শতকের দ্বিতীয় দশকে দাঁড়িয়ে বিশ্ব এক অদ্ভুত সমস্যার সম্মুখীন। নগরায়ণের জেরে লাগাতার বাড়ছে বৃক্ষচ্ছেদন, আর তারই প্রভাবে বিশ্বজুড়ে আজ বিশ্ব উষ্ণায়ন অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশের সাথে সাথে মানব সমাজেও আজ হিংসা, বিদ্বেষ ক্রমাগত বেড়ে চলেছে। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ আজ বড়ো আত্মকেন্দ্রীক হয়ে উঠছে। বিজ্ঞানের উজ্জ্বল আলোর মাঝেও কোথাও যেন অন্ধকার! অস্থির পৃথিবীতে আনন্দের বার্তা নিয়ে আসছেন আনন্দময়ী মা। আর মা’য়ের এই আগমনে সকলের কাছে অভিনব বার্তা তুলে ধরার উদ্যোগ নিয়েছে উলুবেড়িয়া শহরের অন্যতম নোনা অ্যাথলেটিক্স ক্লাব। গ্রামীণ হাওড়ার মহিলা পরিচালিত পুজোগুলির মধ্যে অন্যতম উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক্স ক্লাব। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এবার তাদের ভাবনা ‘ধূসর ধরণীতে প্রাণের স্পন্দন’। কাপড়, কাগজ, কাঠ সহ বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রীতে সেজে উঠছে মন্ডপ। প্রতিমাতেও থাকছে ভাবনার ছোঁয়া। উদ্যোক্তারা জানান, এবার এই পুজোর বাজেট প্রায় আট লাখ টাকা। পুজো কমিটির সম্পাদক কুহেলী ঘোষ জানান,”বেশ কয়েক বছর ধরে আমরা উলুবেড়িয়ার বুকে থিম পুজো করে চলেছি। প্রতিবছরই অভিনব ভাবনা উপহার দেওয়ার চেষ্টা করি। এবারও আমরা এক অন্য রকম ভাবনার প্রতিফলন ঘটাব।” বিগত বছরের মতো মহালয়াতেই পুজোর উদ্বোধন ঘটবে। এবারও পুজো উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক কর্মসূচি ও ডেঙ্গু সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারেরও উদ্যোগ নিয়েছে এই পুজোর কমিটি। রীতি মেনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। উদ্যোক্তাদের আশা, বিগত বছরের মতো এবারও উৎসবের দিনগুলিতে নোনা অ্যাথলেটিক্স ক্লাবের পুজোয় উপচে পড়বে ভিড়।