নিজস্ব সংবাদদাতা : রেল লাইনের ধার থেকে এক যুবকের দেহ উদ্ধার করল রেল পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার ফুলেশ্বর ও চেঙ্গাইল স্টেশনের মধ্যবর্তী এলাকায়। যদিও এখনো যুবকের নাম, পরিচয় জানা যায়নি। স্থানীয় মানুষের অনুমান, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
স্থানীয় মানুষের অনুমান, ট্রেনের গেটে বিপজ্জনকভাবে দাঁড়ানো কিংবা ঝোলার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনা নাকি আত্মহত্যা — তা স্পষ্টভাবে জানা যায়নি। ঠিক কীভাবে যুবকের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।