নিজস্ব সংবাদদাতা : হাইকোটের নির্দেশে হাওড়ার চাকরি খোয়ালেন শ্যামপুর-২ ব্লকের পূর্ত বিভাগের কর্মাধক্ষ রাম প্রসাদ মন্ডলের ছেলে তনুময় মন্ডলের, তিনি ২০১৭ সালে প্রাইমারি চাকরী পান, শ্যামপুরের নাওদা বোড প্রাথমিক বিদ্যালয়ে চাকরীতে যোগদান করেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
হাইকোটের নিদেশের পরই বাড়িতে গেলে খোঁজ মেলেনি তনুময় মন্ডলের। যদিও শ্যামপুর ২ পূর্ত বিভাগের কর্মাধক্ষ রাম প্রসাদ মন্ডল জানান তার ছেলে ২০১৭ সালে টেট পরীক্ষা দিয়ে চাকরী পেয়েছিল, আমি কোটের দারস্থ হব। চাকরীর ক্ষেত্রে কোন সুপারিশ ছিল না, আমার নামে বদনাম বিভিন্ন জায়গাতে প্রচার করা হচ্ছে।