নিজস্ব সংবাদদাতা : বর্ষবরণ মানেই নদীর চড়ে কিমবা পাড়ার মাঠে চড়ুইভাতিতে মেতে ওঠা। তবে তার বাইরে গিয়েও যে অন্যভাবে নতুন বছরকে স্বাগত জানানো যায় তা করে দেখালেন সুচরিতা, মৌমিতা, শ্রেয়ারা। বেশ কয়েকদিন ধরেই চলছিল পরিকল্পনা। বছর শুরুতেই বাস্তবায়িত হল সেই ভাবনা।
চাঁদা তুলে নিজেদের বর্ষবরণের আনন্দকে ইটভাটার প্রান্তিক শিশুদের সাথে ভাগ করে নিলেন গ্রামীণ হাওড়ার গড়ভবানীপুর রামপ্রসন্ন ইন্সটিটিউশানের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা। শুক্রবার মৌমিতা, অঞ্জুর মতো পড়ুয়ারা পৌঁছে গিয়েছিল উদয়নারায়ণপুর ব্লকের কুমারচক, কানুপাট ও পুরপাট এলাকার তিনটি ইটভাটায়।
ইটভাটার প্রান্তিক শিশুদের হাতে তারা কেক, ডিম, মিষ্টি, চকোলেট, ফল সহ বেশ কিছু সামগ্রী তুলে দেয়। দ্বাদশ শ্রেণীর ছাত্রী অঞ্জু ঘোড়ুইয়ের কথায়, প্রতিবছরই তো পিকনিক করি। এবার আর তা না করে নিজেদের আনন্দকে ছোটো ভাইবোনেদের সাথে ভাগ করে নিলাম। মোট ২১০ জনকে নববর্ষের এই উপহার দেওয়া হয় বলে অঞ্জু জানায়।