মারণব্যাধি কর্কট রোগে আক্রান্তদের জন্য নিজের চুল দান করলেন ফুলেশ্বরের শিক্ষিকা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কথায় বলে মেয়েদের “কেশ-ই বেশ”। মেয়েদের অনেক গুলো প্রিয় জিনিসের মধ্যে সবথেকে সৌন্দর্যের জিনিস হলো তার মাথার চুল। বর্তমানে বহু মানুষ আছেন যারা বিরল থেকে বিরলতম রোগে আক্রান্ত। তাদের মধ্যে কেউ আবার মারণব্যাধি কর্কট রোগে আক্রান্ত। এইসব রোগের কারণে বহু রোগী আছেন যারা নিজেদের মাথার চুল চিরতরে হারিয়েছেন ও তার সঙ্গে হারিয়েছেন নিজেদের সৌন্দর্য। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এই সকল মানুষদের কথা মাথায় রেখে তাদের সৌন্দর্য একটু হলেও ফিরিয়ে দেওয়ার জন্য এগিয়ে এলেন ফুলেশ্বর বৈকন্ঠপুরের এক শিক্ষিকা। নাম ‘স্বাতী বাগ’ তিনি চেঙ্গাইলের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং ওনার স্বামীও আন্দুল মহিয়ারী উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। ওই শিক্ষিকা জানান অনেকেই এই কঠিন কর্কট রোগে আক্রান্ত হয়ে তাদের সুন্দর ও সাধের চুল হারিয়েছেন। সেই জন্য তাদের উদ্দেশ্যে আমার এই সামান্য প্রয়াস তাদের একটু হলেও তৃপ্তি দেবে।