শিশুদিবসে প্রান্তিক শিশুদের উপহার দিলেন উলুবেড়িয়ার শিক্ষিকা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পায়েল, তুহিনা, সুরাইয়াদের কেউ শৈশব অতিক্রম করে সদ্য কৈশোরে পা রেখেছে, আবার কেউ এখনো নিতান্ত শিশু। কিন্তু ওদের প্রত্যেকের মধ্যেই এখনো শৈশব বর্তমান।

শনিবার শিশু দিবসে এমনই বেশ কিছু প্রান্তিক শিশু, কিশোর ও কিশোরীর সাথে শিশু দিবসের আনন্দ ভাগ করে নিলেন উলুবেড়িয়ার কালীনগর নিউ সেট আপ জুনিয়র গার্লস হাই স্কুলের শিক্ষিকা সাবিনা খাতুন।

শিশু দিবসের দিন উলুবেড়িয়ার ৫০ জন শিশু, কিশোর, কিশোরীকে উপহার তুলে দেন সাবিনা খাতুন। শনিবার বিকালে ফারুক সাহেবের মোড়, গোরুহাটা সহ বেশ কয়েক জায়গায় তিনি শিশুদের হাতে খাতা, পেন, মাস্ক, কম্বল, বেলুন ও চকোলেট তুলে দেন।

সাবিনা খাতুন বলেন,”প্রতিবছরই এই দিনটা বিদ্যালয়ে শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিই। কিন্তু, এবার বিদ্যালয় বন্ধ থাকায় ভাবনাটা একটু পরিবর্তন করলাম। আমার পরিবারের সদস্যদের সহযোগিতায় এবার উলুবেড়িয়ার জনা পঞ্চাশেক শিশুর সাথে আনন্দ ভাগ করে নিলাম।”