নিজস্ব সংবাদদাতা : আদালতে নিয়ে আসার সময় পুলিশের হাত ফস্কে পালিয়ে গিয়ে পানা পুকুরে ঝাঁপ চুরির অভিযোগে অভিযুক্ত সেখ ফইদুলের। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া মহকুমা আদালতের সামনে। জানা গিয়েছে চুরির অপরাধে গতকাল এক যুবক গ্রেপ্তার করে শ্যামপুর থানার পুলিশ, সেই অভিযুক্তকে আজ উলুবেড়িয়া আদালতে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় পুলিশের গাড়ি থেকে নামার পরই, পুলিশ কর্মীদের হাত ছিনিয়ে পানাপুকুরে ঝাঁপ দেয় অভিযুক্ত। তারপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পুলিশ আবারো ধরে ফেলে আসামীকে। উলুবেড়িয়া মহকুমা আদালত তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
উলুবেড়িয়া মহকুমা আদালতের সামনে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা চোরের, ঝাঁপ পানা পুকুরে
Published on: