নিজস্ব সংবাদদাতা : পেগাসাস ইস্যুতে সরগরম দেশ। ইতিমধ্যেই বিরোধী দলগুলি প্রতিবাদে সরব হয়েছে। এবার এই ইস্যুতে গ্রামীণ হাওড়ায় পথে নামল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার পেগাসাস ইস্যুতে আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমতা বিধানসভার খালনা মোড়ে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
আমতার বিধায়ক সুকান্ত পালের নেতৃত্বে দলীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীরা। কেন্দ্রের বিরুদ্ধে একাধিক স্লোগান তোলেন বিক্ষোভকারীরা।
আমতার বিধায়ক সুকান্ত পালের পাশাপাশি এই প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিমুল আলম, সাবসিট গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাদ্দাম সহ অন্যান্যরা।