কচ্ছপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল বাউরিয়ার খুদে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ক্রমশ বাড়ছে বন্যপ্রাণ সচেতনতা। বড়োদের দেখাদেখি খুদেরাও সামিল পরিবেশ ও বন্যপ্রাণ সচেতনতার লড়াইয়ে। সেই নির্দেশনই রাখল গ্রামীণ হাওড়ার বাউরিয়ার খুদে।

সূত্রের খবর, বুড়িখালির ৮ বছরের শিশু অর্ঘ্য বিশ্বাস গত মঙ্গলবার রাতে বাড়ির সামনে থেকে একটি কচ্ছপ উদ্ধার করে। অন্যান্য সকলে কচ্ছপটিকে কেটে খেতে উদ্যত হলেও শিশুটি কচ্ছপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য অনড় ছিল।

অর্ঘ্য জানায়, “আমি প্রথম থেকেই চেয়েছিলাম কচ্ছপটিকে এমন জায়গায় ছাড়া হোক যাতে মানুষ ধরে খেতে না পারে।” তারপরই কচ্ছপটিকে বন দপ্তরের কর্মীদের হাতে। খুদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন পরিবেশপ্রেমীরা।