নিজস্ব প্রতিবেদক : বন দপ্তর, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সংবাদমাধ্যমের লাগাতার প্রচারের জেরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বন্যপ্রাণী সম্পর্কে মানুষের সচেতনতা যে ক্রমশ বাড়ছে তার ফের নিদর্শন রাখলেন উদয়নারায়ণপুরের চিত্রসেনপুর এলাকার একটি সংগঠনের সদস্যরা।
জানা গেছে, শুক্রবার উদয়নারায়ণপুর থানার চিত্রসেনপুর-খড়িবন এলাকা থেকে একটি কচ্ছপ উদ্ধার হয়। স্থানীয় একটি ক্লাবের সদস্যরা কচ্ছপটিকে মেরে ফেলার হাত থেকে বাঁচান। খবর দেওয়া হয় পরিবেশকর্মী শিক্ষক কুমারকৃষ্ণ মুখোপাধ্যায়কে।
শনিবার কুমারকৃষ্ণ বাবুর উদ্যোগে কচ্ছপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, কচ্ছপটির ওজন ৩ কেজি ২০০ গ্রাম। উদয়নারায়ণপুরের ওই ক্লাবের সদস্যদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন পরিবেশকর্মীরা।