নিজস্ব প্রতিবেদক : লাগাতার প্রচারের জেরে ক্রমশ গ্রামীণ হাওড়ার মানুষের মধ্যে বন্যপ্রাণ নিয়ে সচেতনতা গড়ে উঠছে। ফের সেই নিদর্শনই রাখলেন উদয়নারায়ণপুরের খিলার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুদীপ দে। শিকারীদের হাত থেকে একটি পূর্ণ বয়স্ক তিলকাছিমকে উদ্ধার করলেন সুদীপ দে।
জানা গেছে, বৃহস্পতিবার নিজের বাড়ির কাছে একদল শিকারীর কাছে একটি পূর্ণ বয়স্ক তিলকাছিমকে দেখতে পান সুদীপ বাবু। তারপরই তাদের হাত থেকে তিনি তা উদ্ধার করেন। এরপর পরিবেশকর্মীদের সাথে যোগাযোগ করে তিনি কাছিমটিকে তার নিজস্ব পরিবেশে ছেড়ে দেন।