নিজস্ব সংবাদদাতা : বাগনানে ছাত্রী নির্যাতন ও তার মা’কে খুনের ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সেই ঘটনার মূল অপরাধী কুশ বেরা ও তার শাগরেদ শোভন মন্ডলকে গ্রেফতার করেছে বাগনান থানার পুলিশ।
স্থানীয় সূত্র মারফত জানা যায়, অভিযুক্ত কুশ গোপালপুর গ্রামের প্রভাবশালী তৃণমূল নেতা। গ্রামবাসীদের অভিযোগ, স্ত্রী’য়ের নাম ভাঙিয়ে এলাকার ‘দাদা’ হয়ে উঠেছিল বাগনান কান্ডের মূল অভিযুক্ত কুশ। যদিও গত দু’দিন আগেই রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেছিলেন, “অভিযুক্ত তৃণমূলের কেউ নয়।”
তারপরও, অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায় ও বাগনানের বিধায়ক অরুণাভ সেন।
তাঁরা জানান, অভিযুক্ত কুশ ও তার স্ত্রী স্থানীয় পঞ্চায়েত সদস্যা রমা বেরাকে দল থেকে বহিষ্কার করা হল। অভিযুক্ত যদি দলের কেউ না, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হল কেন? —এখন এই প্রশ্নই তুলছে রাজনৈতিক মহল।