নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ায় নরেন্দ্র মোড়েতে জাতীয় সড়কের উপর সিগনালে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে ও একটি কনটেইনার বোঝাই লরিতে পরস্পর ধাক্কা এক ট্রাকের, দুর্ঘটনায় আহত ২। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ ১৬ নাম্বার জাতীয় সড়কে, উলুবেড়িয়ায় নরেন্দ্র মোড় চেকপোস্ট সিগন্যালের কাছে মেদিনীপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার রাস্তায়। বিস্তারিত জানতে নীচে পড়ুন..
জানা গেছে, এদিন চেকপোস্টের কাছে সিগনালে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে (মারুতি এগনিস, মারুতি ওমনি) ও একটি কনটেইনার বোঝাই লরিতে পরস্পর ধাক্কা মারে একটি ৯০৭ ট্রাক, যদিও ছোট গাড়ি দুটির ক্ষতি হলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গাড়িগুলির আরোহীরা। দুর্ঘটনায় মারুতি গাড়ি ও মারুতি এগনিস গাড়ির একজন করে আরোহী অল্পবিস্তর আহত হন।
জানা গাছে, এই ঘটনায় ঘাতক ৯০৭ ট্রাকটির চালক দুর্ঘটনা স্থলে গাড়ি রেখে পালিয়ে যায়, ফলে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।