১৭০ বছরের প্রাচীন বিন্ধ্যবাসিনী পুজোকে ঘিরে মেতে উঠেছে আমতার গ্রাম

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব প্রতিবেদক : ১৭০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিন্ধ্যবাসিনী পুজোকে ঘিরে মেতে উঠেছে আমতার রসপুর গ্রাম। জানা গেছে, প্রতিবছর বসন্তকালে রসপুর গ্রামে সাড়ম্বরে এই পুজো অনুষ্ঠিত হয়।

অন্যান্যবারের মতো এবারও পুজোর মূল আকর্ষণ ‘মহিষ বলি’। উদ্যোক্তারা জানান, তিথি মেনে নবমীর দিন অর্থাৎ সোমবার বিকাল ৪ টে ৩৫ মিনিটে মহিষ বলি সম্পন্ন হয়েছে।

পাশাপাশি, চারদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়া দশমীরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এই ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো।