আবারও আমতায় ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণের অভিযোগে রাস্তা অবরোধ গ্ৰামবাসীদের, হস্তক্ষেপ পুলিশের

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিসের হস্তক্ষপে ভ্যাকসিন দেওয়ার আশ্বাস পাওয়ার পর গ্রামবাসীরা রাস্তা অবরোধ তুলে নেয়। ঘটনাটি ঘটেছে আমতা ২নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহি গ্রামে। উল্লেখ্য কয়েকদিন আগে উলুবেড়িয়া ২নং ব্লকের তেহট্ট কাঁটাবেড়িয়ার ১ নং গ্রাম পঞ্চায়েতের বানিবন জগদীশপুরেরও ভ্যাকসিন দেওয়া নিয়ে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল স্থানীয় গ্রামবাসী ও বিজেপির পক্ষ থেকে।

জানা গেছে, করোনা সংক্রমণ রোধে রাজ্যে প্রায় সমস্ত জায়গাতেই চলছে মেগা ভ্যাকসিন। সেইমতই সোমবার আমতার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহি চলছিল ভ্যাক্সিনেশন ক্যাম্প। স্থানীয় কিছু বাসিন্দার অভিযোগ করেন তাদের গ্রামে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ করা হচ্ছে, বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা ভ্যাকসিন পাচ্ছেন না। দীর্ঘদিন ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা জয়পুর-বাগনান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। কলসডিহি গ্রামের বাসিন্দা রাশু দলুই অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনে গ্রামের যারা বিরোধী দলকে সমর্থন করেছিলেন তারাই ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তিনি জানান, রাজনৈতিক রঙ না দেখেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং সকলেই ভ্যাকসিন পাবে। যদিও গ্রামবাসীরা হুশিঁয়ারি দেন তারা যদি আশ্বাসন মত ভ্যাকসিন না পান তাহলে তারা পুনরায় রাস্তা অবরোধ করবে বলে জানান।