উদয়নারায়ণপুরে পুরানো বকপোতা সেতু ভাঙার কাজ শুরু, বন্যা কমার আশা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : প্রায় প্রতিবছরই বন্যায় ডোবে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। এবার বন্যা প্রতিরোধে উদয়নারায়ণপুরে দামোদর নদের উপর পুরানো বকপোতা ব্রিজ (উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেতু) ভাঙার কাজ শুরু করল প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাস দেড়েকের মধ্যেই এই সেতু ভাঙার কাজ শেষ হবে। সেতু ভাঙতে ৪৫ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে বলে জানা গেছে। পুরানো সেতুটি ভাঙার ফলে উদয়নারায়ণপুর ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে ফি-বছর বন্যার আশঙ্কা কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

জানা গেছে, জীর্ণ সেতুটিকে বাঁচাতে বেশ কয়েক বছর আগে নদীর নীচে থাম বরাবর বোল্ডার ফেলা হয়। নদীর তলদেশ প্রায় পাঁচফুট পর্যন্ত থাম দিয়ে বাঁধানো। এর জেরে ডিভিসি জল ছাড়লে কিমবা জোয়ারের সময় জলস্ফিতি ঘটলেই উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়৷।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৩ শে জানুয়ারী তৎকালীন সেচমন্ত্রী ভোলানাথ সেন ছ’টি থামের উপর নির্মিত হাওড়া ও হুগলী জেলার মধ্যে সংযোগকারী এই সেতুর উদ্বোধন করেন। যত দিন গড়িয়েছে ততই জীর্ণ হয়েছে সাতের দশকে তৈরি এই গুরুত্বপূর্ণ সেতু।

এরই পাশে ৩৬ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি তৈরি হয়েছে রাজা উদয়নারায়ণ সেতু। ২০১৯ সালের ৯ ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্মিত সেতুটি উদ্বোধন করেন। নতুন সেতু চালু হওয়ার পর থেকেই পুরানো সেতুটি ভেঙে ফেলার পরিকল্পনা শুরু হয়। অবশেষে তা বাস্তবায়িত হল।