নিজস্ব প্রতিবেদক : একটি বা দু’টি নয়, মাত্র দেড় ঘন্টার মধ্যে বাইশটি পৃথক সিটে সর্বোচ্চ বাইশটি ছবি ওয়াটার কালার পেন্টিং করে নজির গড়লেন বাগনানের বছর বাইশের যুবক আকাশ ঘোষ। ইতিমধ্যেই তার এই নজির স্থান করে নিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে।
জানা গেছে, সম্প্রতি ইন্ডিয়া বুক অব রেকর্ডসের তরফে আকাশের আগুন্সী গ্রামের বাড়িতে ক্যুরিয়ার মারফত মেডেল, সার্টিফিকেট ও বিভিন্ন উপহার পাঠানো হয়েছে। ছোটোথেকেই আঁকিবুঁকিতে দক্ষ আকাশ জানিয়েছে, বহু প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার পাশাপাশি রাজ্যস্তরের একাধিক প্রতিযোগিতাতেও সে কৃতিত্বের ছাপ রেখেছে। এবার সে নিজের নাম তুলল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে।