নিজস্ব সংবাদদাতা : ফের গৃ্হস্থের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার অনন্তপুর এলাকায়। সূত্রের খবর, অনন্তপুর এলাকার বাসিন্দা দিলীপ সামন্ত ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।
সেই সুযোগে দুষ্কৃতিরা দিলীপ বাবুর বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নগদ অর্থ, গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি নিয়ে চম্পট দেয়। জানা গেছে, দিলীপ বাবুর স্ত্রী অসুস্থ। তাঁর অপারেশনের জন্য আলমারিতে নগদ কুড়ি হাজার টাকা রাখা ছিল। দুষ্কৃতিরা তা নিয়েও চম্পট দিয়েছে।
ইতিমধ্যেই শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দিলীপ সামন্ত। শ্যামপুর থানা এলাকায় বেশ কয়েকদিনের ব্যবধানে একাধিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকার মানুষ। তাঁদের দাবি, এবিষয়ে দ্রুত পদক্ষেপ নিক প্রশাসন।