নিজস্ব সংবাদদাতা : ভোট ঘোষণার পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও বৃহস্পতিবার সন্ধ্যা অব্ধি কোনো রাজনৈতিক দলই প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু, খামতি নেই ভোট প্রস্তুতিতে। প্রশাসনিক মহলে জোরকদমে প্রস্তুতি চলছে।
উলুবেড়িয়া মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, উলুবেড়িয়া মহকুমার মোট সাতটি বিধানসভায় (উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, আমতা, বাগনান ও উদয়নারায়ণপুর) এবার মোট ১৬৮১৯১৪ জন ভোটার রয়েছেন।
এরমধ্যে পুরুষ ভোটার ৮৫৯২০১ জন, মহিলা ভোটার ৮২২৬৬২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫১। এই সাতটি বিধানসভায় এবার মোট ২৩৬৪ টি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে বলে জানা গেছে। উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিধানসভাগুলিতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ও ভোটার সংখ্যা নিম্নরূপ:
উলুবেড়িয়া পূর্ব : ভোটগ্রহণ কেন্দ্র: ৩২৭, মোট ভোটার: ২৩৩৬২৭
উলুবেড়িয়া দক্ষিণ : ভোটগ্রহণ কেন্দ্র: ৩৪০, মোট ভোটার: ২৩৭৬৮৯
উলুবেড়িয়া উত্তর : ভোটগ্রহণ কেন্দ্র: ৩০৬, মোট ভোটার: ২২৪৩৮০
শ্যামপুর : ভোটগ্রহণ কেন্দ্র: ৩৬৯, মোট ভোটার: ২৫৭৪১৩
বাগনান : ভোটগ্রহণ কেন্দ্র: ৩২১, মোট ভোটার: ২৩১০৬৭
আমতা : ভোটগ্রহণ কেন্দ্র: ৩৬৬, মোট ভোটার: ২৬২৪৮১
উদয়নারায়ণপুর : ভোটগ্রহণ কেন্দ্র: ৩৩৫, মোট ভোটার: ২৩৫২৫৭