নিজস্ব সংবাদদাতা : ছিনতাইয়ে বাধা দেওয়ায় প্রাণ গেল এক মহিলার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার ১৬ নং জাতীয় সড়কের বাগনান থানা এলাকার মহিষরেখা ব্রিজের কাছে। জানা গেছে, মৃতার নাম রিয়া কুমারী। বুধবার রাঁচি থেকে গাড়িতে কোলকাতা আসছিলেন প্রকাশ কুমার নামক এক ব্যক্তি। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে ছিলেন তার স্ত্রী রিয়া কুমারী ও তাদের আড়াই বছরের শিশুকন্যা। প্রাতঃক্রিয়া সারতে এদিন সকাল ছ’টা নাগাদ বাগনান থানা এলাকার মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি থামান প্রকাশ। অভিযোগ, সেইসময় ছিনতাইয়ের উদ্দেশ্যে তাদের উপর চড়াও হয় তিন সশস্ত্র দুষ্কৃতি। ছিনতাইয়ে বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, সেই সময়ই দুষ্কৃতিরা রিয়া কুমারীকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি গিয়ে লাগে রিয়ার কানের পাশে। তারপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা। ঘটনাস্থলে কাউকে দেখতে না পেয়ে প্রকাশ কুমার কোনোরকমে গাড়ি নিয়ে চলে আসেন রাজাপুর থানার পীরতলা এলাকায়। তিনি বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়দের সাহায্যে খবর যায় পুলিশে। রিয়াকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনাটি কীভাবে ঘটল, ঘটনার নেপথ্যেই বা কারা রয়েছে, আদৌ ছিনতাইয়ের উদ্দেশ্য নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? — এসব উত্তর খুঁজে পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ছিনতাইয়ে বাধা! বাগনানে চলল গুলি, প্রাণ গেল গেল মহিলার
Published on: