এবার মহকুমা আদালতেই আগাম জামিনের শুনানি, নির্দেশ হাইকোর্টের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আইনি প্রক্রিয়াকে আরও সহজ করতে উদ্যোগী হল কোলকাতা হাইকোর্ট। এতোদিন অব্ধি পকসো, মাদক, বিদ্যুৎচুরি, সরকারি কর্মীর দুর্নীতি সংক্রান্ত মামলার আগাম জামিনের শুনানি হত জেলা আদালতে।

এবার হাইকোর্টের নির্দেশে মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকরা আগাম জামিনের আবেদন শুনতে পারবেন। সম্প্রতি এবিষয়ে হাইকোর্টের রেজিস্ট্রার মহম্মদ সাব্বর রশিদি একটি নির্দেশিকা জারি করেছেন। উল্লেখ্য, এতদিন মহকুমা আদালতের দায়রা বিচারকরা পকসো, বিদ্যুৎচুরি, মাদক ও সরকারি কর্মীর বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত মামলার আগাম জামিনের আবেদন শুনতে পারতেন না।

এধরনের মামলার আগাম জামিনের আবেদনের শুনানি হত জেলা আদালতে। এরফলে বহু দূর থেকে বিচারপ্রার্থীদের জেলা আদালতে আসতে হত। এতে হয়রানির শিকার হতেন বহু বিচারপ্রার্থী। এই ব্যবস্থা চালু হওয়ায় নিজের এলাকার মহকুমা আদালতেই বিচারপ্রার্থীরা আগাম জামিনের আবেদন করতে পারবেন বলে জানা গেছে।