করোনার মোকাবিলায় এবার দুঃস্থ মানুষদের পাশে উলুবেড়িয়ার কোচিং সেন্টারের সদস্যরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনার মোকাবিলায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন সরকার থেকে শুরু করে সাধারণ মানুষে সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।

এবার এলাকার দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো উলুবেড়িয়ার বিরশিবপুর মাইতি পাড়ার গীতা কোচিং সেন্টারের সদস্যরা।

সম্পূর্ণ নিজেদের উদ্যোগে তারা এলাকার ৬৫০টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক লাগিয়ে সেই সমস্ত খাদ্য সামগ্রী গ্রহণ করলেন সাধারণ মানুষ।