এবছর শারদীয়ায় রাজ্যবাসীকে চমক দিতে চলেছে হাওড়ার আন্দুলের কামরাঙু তরুন সংঘ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : এক অসাধারণ প্রেক্ষাপটে এবছর শারদীয়ায় রাজ্যবাসীকে চমক দিতে চলেছে হাওড়ার আন্দুলের কামরাঙু তরুন সংঘ।এবছর তাঁদের থিমের নাম আকাশের দেশে।মোট কথা মানুষের কল্পনা স্বর্গ রাজ্যে ঠিক কি আছে তাঁর বেশ কিছু দিক ফুটে উঠবে তাঁদের পুজো মন্ডপে।সংগঠনের অন্যতম সদস্য তথা সহকারী মন্ডপ শিল্পী অমিত পাত্র জানান, স্বর্গে ঠিক কি পরিবেশ আছে যেমন বিভিন্ন দেবদেবী, অপ্সরা,পরী সবই থাকবে এই মন্ডপে।মাটির মডেল দিয়ে এই পরিবেশ তৈরি করা হচ্ছে।এছাড়া দেবরাজ ইন্দ্রের রাজসভা দেখানো হবে এই থিমের মাধ্যমে।ক্লাব ও পুজো কমিটির সম্পাদক সঞ্জীব কুমার মাল জানান, এই কৃত্রিম স্বর্গ রাজ্যে থাকবে নীল আকাশ।তুলো, থার্মোকল, বাটাম দিয়ে নির্মাণ হচ্ছে মন্ডপ।হাওড়ার কামরাঙু তরুণ সংঘের এ বছর পুজোর বাজেট প্রায় ৭ লক্ষ টাকা।বর্ষ ৫৯ তম । থিম মেকারের নাম লক্ষণ হালদার।প্রতিমা নির্মাণ হচ্ছে থিমের সঙ্গে সামাঞ্জস্য রেখে।প্রতিমা শিল্পীর নাম অষ্টচরণ দলুই।এই বছর হাওড়ার সেরা পুজোর তালিকায় থাকার ব্যাপারে আশাবাদী ক্লাবের প্রতিটি সদস্য।