নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা। এবার করোনার থাবা গ্রামীণ হাওড়ার আমতা থানায়। সূত্রের খবর, আমতা থানায় মোট তিনজন করোনা আক্রান্ত হয়েছে। জানা গেছে, আক্রান্তদের মধ্যে একজন এ.এস.আই, একজন ভিলেজ পুলিশ ও একজন অস্থায়ী কর্মী রয়েছেন। পুলিশ সূত্রে খবর, থানার বেশ কয়েকজনের পরীক্ষা করা হলে তিন জনের পজিটিভ আসে। তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আমতা থানায় এবার করোনার থাবা, এক ASI সহ আক্রান্ত ৩
Published on: