নিজস্ব সংবাদদাতা : দশ মাসের প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল গ্রামীণ হাওড়ার আমতার একটি বেসরকারি নার্সিংহোমে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারত নামক আমতার একটি বেসরকারি নার্সিংহোমে।
সূত্রের খবর, আমতা-১ ব্লকের সোনামুই গ্রামের বাসিন্দা দিব্যেন্দু সেনাপতির সন্তানসম্ভবা স্ত্রী পল্লবী সেনাপতি গত দু’দিন আগে সন্তান প্রসবের জন্য আমতার ওই নার্সিংহোমে ভর্তি হন। জানা গেছে, শনিবার রাতে সুস্থ সন্তান প্রসব করলেও হঠাৎই পল্লবী দেবীর মৃত্যু হয়৷
মৃতের পরিবারের অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই অপারেশন হওয়ার জেরে পল্লবীর মৃত্যু হয়েছে। এর পরই ক্ষোভে ফেটে মৃতের পরিবারের লোকজন। তারা নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
অভিযোগ, নার্সিংহোম চত্বরে থাকা এক চিকিৎসকের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।