পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উদয়নারায়ণপুরে সভা তৃনমূলের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পেট্রোল,ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিবাদ ও কেন্দ্রের সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে শনিবার উদয়নারায়নপুরের ভবানীপুরে প্রতিবাদ সভা করল তৃনমূল কংগ্রেস।প্রতিবাদ সভামঞ্চ থেকে বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি রঞ্জন দেঁড়ে সহ প্রায় ৭০০ জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিধায়ক সমীর কুমার পাঁজার হাত দিয়ে তৃনমূলের পতাকা তুলে নেন বিজেপি ছেড়ে আসা কর্মীরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সমীর কুমার পাঁজা বললেন, শুধু নির্বাচন এলে নানা রকম ভাঁওতা দেওয়া প্রতিশ্রুতি, জাত-ধর্মের নামে বিভেদের রাজনীতি, প্রতিহিংসা মূলক কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে মানুষের কাছে বদনাম করার যে চক্রান্ত চলছে তা গত বিধানসভা নির্বাচনে বিজেপি টের পেয়েছে। সদ্য বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা নির্বাচনেও বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে সাধারণ মানুষ।বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, সহ সভাপতি অজয় চক্রবর্তী, প্রশান্ত দে, সুখেন চন্দ্র, লকাই দাস প্রমুখ।